MANDARMANI | মান্দারমনি

MANDARMANI | মান্দারমনি

মন্দারমণি ঘাট।<br /> মন্দারমণি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি সমুদ্রতীরবর্তী পর্যটন কেন্দ্র। পূর্ব মেদিনীপুর জেলার এই অঞ্চলটি বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। বড়ো শহর বলতে এটি কলকাতা ও হাওড়ার সঙ্গে জাতীয় সড়কের মাধ্যমে যুক্ত। ভূতাত্ত্বিক দিক দিয়ে দেখতে গেলে, নিকটবর্তী পর্যটনকেন্দ্র দীঘার থেকে এখানে ঢেউয়ের আকার বেশ ছোট। তবে অনেক জায়গায়, মূলত দাদনপত্রবরে অনেক বালিয়াড়ি দেখতে পাওয়া যায়। সমুদ্রতীরবর্তী বালিয়াড়িতে প্রচুর লাল কাকড়া দেখতে পাওয়া য়ায়।</p> <p>কাঁথি থেকে চাওয়ালখোলা হয়ে মন্দারমণি যেতে হয়।</p> <p>কলকাতার ব্যস্ততার থেকে মুক্তির স্বাদ পেতে মন্দারমণি ছুটি কাটানোর আদর্শ জায়গা। এখানকার সূর্যোদয় ও সূর্যাস্ত দু'টিই দেখার মতো। এখানকার শান্তিপূর্ণ পরিবেশ খুবই আরামদায়ক।</p> <p>পরিচ্ছেদসমূহ<br /> ১ ইতিহাস<br /> ২ পরিবহন<br /> ৩ আরো দেখুন<br /> ৪ তথ্যসূত্র<br /> ৫ বহিঃসংযোগ<br /> ইতিহাস<br /> প্রাথমিকভাবে এর আবিষ্কারের পর, এর নাম রাখা হয় মন্দারবনি এবং পরে পরিচিত হয় মদার মণি নামে। এরপর কালক্রমে এটি মন্দারমণি নামে পরিচিত হয়।</p> <p>পরিবহন<br /> মন্দারমণি যাওয়ার সবচেয়ে সুবিধাজনক পথ হল সড়কপথ। তবে স্থানীয় পুলিশ বালুচড়ের নিকটবর্তী স্থানে চার চাকা বিশিষ্ট গাড়ি নিয়ে যেতে বাধা দেয়। হোটেল থেকে যাওয়ার জন্য একটি রাস্তা তৈরি করা হয়েছে। এখন থেকে সবচেয়ে নিকটবর্তী রেল স্টেশন হল কাঁথি এবং নিকটবর্তী বিমানবন্দর হল কলকাতা।`{`১`}` এছাড়া সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত আধ ঘণ্টা পরপর অনেক বাস যাতায়াত করে।</p> <p>আরো দেখুন<br /> পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত<br /> তথ্যসূত্র<br /> ``Mandarmani``। ২ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১২।<br /> বহিঃসংযোগ<br /> মন্দারমণি পর্যটন সহায়িকা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩১ জুলাই ২০১০ তারিখে<br /> মন্দারমণি ভ্রমণ সহায়িকা<br /> জেলার সরকারি ওয়েবসাইট<br /> NDTV-তে মন্দারমণির ওপর একটি রিপোর্ট`{`স্থায়ীভাবে অকার্যকর সংযোগ`}`<br /> পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত<br /> দক্ষিণ চব্বিশ পরগনা<br /> গঙ্গাসাগরফ্রেজারগঞ্জহেনরী আইল্যান্ডবকখালি<br /> পূর্ব মেদিনীপুর<br /> দীঘামন্দারমণিতাজপুরশঙ্করপুরজুনপুট

পশ্চিমবঙ্গে কয়েকটি জায়গা ভ্রমণের জন্য সেরা। যেমন দীঘা একটি কম বাজেটে ভালো ঘুরতে যাওয়ার স্থল। দীঘার পাশাপাশি ভ্রমণ প্রেমীদের আরেকটি পছন্দের জায়গা মন্দারমণি। মন্দারমণি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। মন্দারমণি একটি সুন্দর সমুদ্র সৈকত যা পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থান করেছে। মন্দারমনি সবচেয়ে আকর্ষণীয় হল সমুদ্র সৈকতের জলরাশি। এই সমুদ্র সৈকতের সৌন্দর্য সকল পর্যাটকদের মুগ্ধ করে দেয়।

The City Maps

Trip Ideas

Now in the demo version of the website site LiveHotelBooking.Com please wait a few days. We’ll be back online by adding more hotel and car services, You can book now by calling 🙏 

9093776417

এখন ডেমো সংস্করণে সাইট দয়া করে কিছু দিন অপেক্ষা করুন। আমরা অনলাইনে ফিরে আসব আরো হোটেল এবং গাড়ি পরিষেবা যোগ করে,

আপনি এখন কল করে বুক করতে পারেন 🙏