পশ্চিমবঙ্গে কয়েকটি জায়গা ভ্রমণের জন্য সেরা। যেমন দীঘা একটি কম বাজেটে ভালো ঘুরতে যাওয়ার স্থল। দীঘার পাশাপাশি ভ্রমণ প্রেমীদের আরেকটি পছন্দের জায়গা মন্দারমণি। মন্দারমণি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। মন্দারমণি একটি সুন্দর সমুদ্র সৈকত যা পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থান করেছে। মন্দারমনি সবচেয়ে আকর্ষণীয় হল সমুদ্র সৈকতের জলরাশি। এই সমুদ্র সৈকতের সৌন্দর্য সকল পর্যাটকদের মুগ্ধ করে দেয়।